বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
মংছিংপ্রু, লামা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যয় বান্দরবানে লামা উপজেলায়ও পালিত হচ্ছে ইঁদুর নিধন অভিযান’১৮। এ উপলক্ষে আজ সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন; সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নূরে আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা বিনতে সালাম, বি.আর.ডি.বি কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, ইঁদুর এখন একটি প্রধান জাতীয় সমস্যা হয়ে উঠেছে। ইঁদুর জমির ফসল যেমন কাটে, তেমনি গোলার ফসল ও বীজও খেয়ে সাবাড় করে। এতে করে খাদ্য সমস্যা প্রকট হয়ে উঠছে। তাই কেবল সভা, সেমিনার আর আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবে কাজ করে কৃষি ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে হবে।
Leave a Reply