রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন
রিমন পালিতঃ স্টাফ রিপোর্টারঃ
স্বামীর সাথে অভিমান করে বান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে সাহ্নাং প্রু মার্মা (৪৫) নামের এক গৃহবধু নারী আত্মহত্যা করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। আজ ১৫ সেপ্টেম্বর রবিবার ভোরে ঘটনাটি ঘটে। তার বাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের বদুরঝিরি নয়াপাড়ায় এলাকায়।
সাহ্নাং প্রু পরিবারের সূত্রে, পারিবারিক বিষয় নিয়ে শনিবার রাতে চানাপ্রু মার্মা ও স্বামী ক্যচিংহ্লার মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে সাহ্নাং প্রু মার্মা ঘরের খুঁটির সাথে গলায় ফাঁস দেয়। রোববার ভোর ৪টার দিকে স্বামী ক্যচিংহ্লা ঘুম থেকে ওঠে স্ত্রীর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, সাহ্নাং প্রু মার্মার লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply