বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানের লামা উপজেলার এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়িতে শয়নকক্ষে খুন হয়েছেন গোলাপী বেগম (৪৮) গৃহবধু ।
রবিবার (২০ অক্টোবর) ভোরে উপজেলা সদর ইউনিয়নের চিমি পাড়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকা মো. শাহজাহানের স্ত্রী ও ৬ সন্তানের জননী।
পরিবার সূত্রে , প্রতিদিনের ন্যায় গোলাপী বেগম শনিবার দিনগত রাত্রে তার ৭ বছরের এক নাতিকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে কোন এক সময় হঠাৎ করে বাড়িতে ঢুকে তাকে জবাই করে পালিয়ে যায়। এক পর্যায়ে ভোরে নামাজ পড়তে ওঠে পরিবারের অন্য সদস্যরা জবাই করা লাশ দেখে পুলিশ ও জনপ্রতিনিধিদের খবর দেন।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা তিনি খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
Leave a Reply