বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটিতে দোলযাত্রা হোলি রঙের উৎসব পালিত বান্দরবানে উদযাপিত করল জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ বান্দরবান দলবনিয়া এলাকায় বন্যা দূর্গতদের মাঝে মোবাইল হেলথ ক্যাম্প ইউপিডিএফের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে অবরোধ চলছে কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানিতে ছেয়ে যাবে – শাহ্ মোজাহিদ রোয়াংছড়ি তুলাছড়ি পাড়ায় প্রতিবেশ পুনরুদ্ধারে পিআইসি’র কমিউনিটি চার্টার বিষয়ক মতবিনিময় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ পরিবারকে শক্তি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে শিশুসহ একই পরিবারের আহত ৪ বাান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে বাল্যবিবাহ নিরোধকল্পে বিষয়ে ওরিয়েন্টেশন করল গ্রীনহিল দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
লামায় গ্রামার স্কুলে বঙ্গবন্ধু বুক কর্ণার ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন

লামায় গ্রামার স্কুলে বঙ্গবন্ধু বুক কর্ণার ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন

লামা সংবাদদাতাঃ

লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হায়দার নাশী গ্রামার স্কুল এ বঙ্গবন্ধু বুক কর্ণার ও মুক্তিযোদ্ধা কর্ণার এর শুভ উদ্বোধন করেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

বুধবার ৫মে দলীয় কাজ ও একটি পারিবারিক দাওয়াতে হায়দারনাশী আসেন মোহাম্মদ ইসলাম বেবি। দলীয় কাজ ও দাওয়াত শেষে হায়দার নাশী গ্রামার স্কুল পরিদর্শন করেন মোহাম্মদ ইসলাম বেবি।হায়দারনাশী গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. ফরিদুল আলম বাবলু ও স্কুলের শেয়ারহোল্ডার এ্যাডভোকেট হুমায়ন আহমেদ অতিথি কে ফুল নিয়ে বরণ করে নেন।

দলীয় নেতাকর্মী নিয়ে তিনি “বঙ্গবন্ধু বুক কর্ণার ” ও “মুক্তিযোদ্ধা বুক কর্ণার” এর শুভ উদ্বোধন করেন। বঙ্গবন্ধু বুক কর্ণার ও মুক্তিযোদ্ধা বুক কর্ণার এর জন্য বই দেওয়ার প্রতিশ্রতি দেন মোহাম্মদ ইসলাম বেবি। হায়দারনাশী গ্রামার স্কুল কে আধুনিক সকল সুযোগ সুবিধা ও প্রতি সদয় দৃষ্টি রাখার প্রতিশ্রুতি দেন, শিক্ষক-শিক্ষিকা,শেয়ারহোল্ডার, ছাত্র-ছাত্রী ও অভিভাবকের পক্ষে প্রীতি উপহার তুলে দেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. ফরিদুল আলম বাবলু।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Bandarban Pratidin.com
Design & Developed BY CHT Technology