সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:০১ অপরাহ্ন
মংছিংপ্রু;লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
লামা উপজেলায় আসন্ন ঈদুল আযহা”১৮ উপলক্ষে ৯ হাজার ৩৭০ দুঃস্থ পরিবার মাঝে ১ শত ৮৭.৪ মেট্রিক টন ভিজিএফ চাউল বিতরন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ফাইতং ইউনিয়নে’র ৭৮২ দুঃস্থ ও হত দরিদ্র পরিবার মাঝে ২০ কেজি করে ১৫.৬৪০ মেট্রিক টন ভিজিএফ চাউল বিনামুল্যে বিতরন করা হয়েছে। রবিবার সকালে ফাইতং ইউপি প্রাঙ্গনে এ বিতরন করা হয়।
চাউল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। এতে অনুষ্ঠানে ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সভাপতিত্বে’র প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। বিশেষ অতিথি হিসেবে ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাধারন সম্পাদক ওমর ফারুক উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিয়নের নেতৃবৃন্দসহ হেডম্যান ও কার্বারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিতরন কার্যক্রমের উদ্বোধক আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, বর্তমান সরকার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাঁসি ফোঁটাতে বদ্ধ পরিকর। তাই এসব গরীব ও দুঃস্থ মানুষও যাতে ভালোমত ঈদ করতে পারে এবং ঈদের দিনে যাতে তাদের কোন অভাব না থাকে এ জন্য সরকার প্রতিটি ঈদে দুঃস্থ ও হত দরিদ্রদের মধ্যে ভিজিএফ-এর চাল বিতরনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে একই দিনে লামা সদর ও রুপসীপাড়া ইউনিয়নেও ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে। লামা সদরে ৬০৯ জন ও ৮০৮ জন দুঃস্থ পরিবার মাঝে মোট ২৪.৩৪ মে.টন দিন ব্যাপী চাউল বিতরন করা হয় ও আগামীকাল সোমবার দিনব্যাপী লামা পৌরসভা ও উপজেলায় সরই ইউনিয়নের বিতরন করা হবে বলে সূত্রে জানা গেছে।
Leave a Reply