শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন
মংছিংপ্র, লামা প্রতিনিধিঃ
ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড়ী ঢলে বান্দরবানে লামায় সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে আভ্যন্তরীণ সড়ক সরই সাথে লোহাগাড়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গত টানা দুই দিন বৃষ্টির কারনে পাহাড়ি ঢলে গত মঙ্গলবার ০৩ জুলাই সকালে এ ব্রীজ ভেঙ্গে পড়লে বন্ধ হয়ে যায় স্থানীয় যানবাহন চলাচল। ফলে উভয় পাশে আটকা পড়ে যানবাহনসহ যাত্রীরা, আর এতে চরম ভোগান্তী পোঁহাতে হচ্ছে যাত্রীদের। ব্রীজে দুই পাশে আটকে পড়ে ট্রাক, পিকআপ, সিএনজি, মোটরসাইকেলসহ অনেক যানবাহন।
সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম ও স্থানীয়রা জানান, অতি বৃষ্টিতে পাহাড়ি ঢলে সরই খালে পানি বেড়ে যাওয়ায় হাসনাভিটা নামক এলাকায় হাসনাভিটা ব্রীজ মঙ্গলবার ০৩ জুলাই সকালে দুই পাশ ভেঙ্গে যায়। এতে যানবাহন চলাচল ব্যাঘাট ঘটছে।
অনুরুপভাবে রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানান, রুপসীপাড়া বাজার হতে মংপ্রু পাড়া নিয়মিত যাতায়াতের ব্রীক সলিং রাস্তা বর্ষার পানিতে সম্পুর্ণ নষ্ট হয়ে অচলাবস্থা দেখা দিয়েছে।
উপর্যুপরি ভারী বৃষ্টির সৃষ্ট পাহাড়ী ঢলে আভ্যান্তরীণ যোগাযোগ বিপর্যস্থ হওয়ার বিষয়টি উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানিয়েছেন। প্রাক্ষলিত বরাদ্ধ পাওয়া সাপেক্ষে এ সব সড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন তৎপরতা শুরু করবেন ।
এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর- এ-জান্নাত রুমি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে দ্রুত যানবাহন চলাচলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply