বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
মংছিংপ্রূ মার্মা, লামা প্রতিনিধিঃ
লামা সদর ইউনিয়নের মাতামুহুরী নদীর নৌকাডুবিতে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে আরো একজন জুমচাষীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশ লামা সদর ইউনিয়নের তাউপাড়া চিংক্রাত ম্রো ছেলে রেনসাং ম্রো (৪০) বলে জানিয়েছেন লামা থানা পুলিশ।
এর আগে গতকাল দুইজন জুমচাষী লাশ উদ্ধার করা হয়। এরা হলো- লামা সদর ইউনিয়নের লাইল্যা পাড়ার মেন প্রে ম্রো (৩৫) ও ফাইতং ইউনিয়নের চিংকং কার্বারী পাড়ার লোলেক ম্রো (৬০)।
০৭ আগষ্ট মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলে সর্বশেষ লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। লামা ফায়ার সার্ভিস নদী থেকে লাশটি উদ্ধার করেছে। এ নিয়ে মাতামুহুরী নদীতে নৌকাডুবি ট্রেজিটি ঘটনায় নিখোঁজ তিন জুমচাষীর লাশ উদ্ধার করা হলো।
ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, শনিবার দুপুরে লামামুখ থেকে নৌকা যোগে তাউপাড়া যাওয়ার পথে লামা পোপা খালের মুখে নৌকা ডুবিতে ৩ জন নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে সোমবার দুপুরে ২ জন আর মঙ্গলবার ১জনের লাশ উদ্ধার করা হয়।
লামা থানার অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই দুর্ঘটনার মূল কারণ। উদ্ধার হওয়ার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply