বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান লামা উপজেলা আজিজনগর চান্দা বসন্ত পাড়া, চাম্বি মৌজা নিবাসি মোঃ আব্দুর রহিম ও হাসিনা বেগমসহ আজিজনগরে ২১ একরের জায়গায় সন্ত্রাসী কায়দায় দখল ও বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে পাশ্ববর্তি উপজেলার সাতকানিয়া বাসিন্দা ভূমিদস্যু রফিক আহম্মদ (৫৬)এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আজিজনগরে এলাকাবসিরা।
আজ ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে বান্দরবান ফিস্ট রেস্টুরেন্ট হল রুমে একটি সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার ও আজিজনগর এলাকাবাসিারা।
সংবাদ সম্মেলনে বলেন, এখন প্রকাশ্যে ভূমিদস্যু রফিক আহম্মদ (৫৬) গং সহ তার একটি লাঠিয়াল বাহিনী সন্ত্রাসী বাহিনী ঘুরে বেড়াচ্ছে। ভূয়া একটি দলিল দেখিয়ে আমাদের জায়গা দখল করে বাগানে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই বিষয়ে আজিজনগরে ইউপি চেয়ারম্যানের কাছে বহুবার অভিযোগ ও বিচারের চেয়েছি কোন সিদ্ধান্ত মেলেনি। লামা থানা ও অভিযোগ করা হয়েছে। লামা উপজেলা ইউএনওর কাছে অভিযোগের প্রেক্ষিতে তদন্তের পর ১৪৪ ধারা জারি করা হয়। এর পরও মামলা করে এবং টাকার জোরে আমাদের রেকর্ড ভ’ক্ত জায়গার উপর জবর দখল ও গাছ কাটে। সেই সাথে প্রাণনাশের হুমকি ও মামলা দিয়ে হয়রানি করছে ভূমিদস্যুরা।
উল্টো আমার নামে (হাসিনা বেগম) ১০-১২টি মামলা দার করে ভ’মিদস্যু রফিক আহম্মদ(৫৬)। এই বিষয়ে আজিজনগরে ইউপি চেয়ারম্যানের কাছে বহুবার অভিযোগ ও বিচারের চেয়েছি কোন সিদ্ধান্ত মেলেনি। ১৬ জানুয়ারি একটি সালিশ ডাকে ইউপি চেয়ারম্যানের অফিসে। অভিযুক্ত রফিক আহম্মদ হাজির হয়নি। বিষ লাখ টাকার পরিমাণ সেগুন গাছ কাটার ফলে ষাট হাজার টাকা দিয়ে দেয়ার প্রস্তাব দেন চেয়ারম্যান। সেইসাথে সমস্ত মামলাগুলো অভিযুক্ত ভ’মিদস্যু খরচে নামইয়া নিবে বলেন। এতে আমাদের ন্যায় বিচার বহির্ভূত হয়েছে।
তাই ন্যায় বিচার চেয়ে আজিজনগর এলাকায় জবর দখলকৃত ভূমি এবং ভ’মিদস্যু রফিক আহম্মদ(৫৬) এর হাত থেকে দখলকৃত জমি ফেরত পাওয়া ও ভূমিদস্যু রফিক আহম্মদ(৫৬) কে সুষ্ঠ বিচার করে দৃষ্টান্তমূলক শান্তি দাবি জানান।
Leave a Reply