নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানের লামায় মালবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার ও হেলপাল গুরুতর আহত হয়েছে। শনিবার (০১ জুন) ৯.৩০ মিনিটের সময় লামা-চকরিয়া সড়কের মিরিন্জা টেকে এই দুর্ঘটনা ঘটে। মিনি ট্রাকটি চট্টগ্রাম থেকে পার্টেক্স বোঝাই করে লামা আলীকদম যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহত ড্রাইভার মো. লিটন (৪৮) ও হেলপার শিপন মিয়া তিতাস উপজেলার কুমিল্লা জেলার বাসিন্দা।
মিরিন্জা এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, গাড়ি দুর্ঘটনার বিকট শব্দ শুনতে পেয়ে, নিকটবর্তী লাইন ঝিরি পুলিশ চেকপোস্টের সদস্যদের খবর দিলে লাইন ঝিরি পুলিশ সদস্যরা দ্রুত ঘটনা স্থানে গিয়ে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে। কিছুক্ষণ পরেই উদ্ধার কাজে অংশ নেয় লামা ফায়ার সার্ভিসের একটি টিম।
মিরিন্জা মোড়ে এসে ট্রাকটি গাইড ওয়ালের সাথে ধাক্কা লেগে প্রায় ৩০০ ফুট গভীর নিচে পড়ে ট্রকটি দুমড়ে মুচড়ে যায়।স্থানীয় লোকজন ইঞ্জিন বক্স কেটে উদ্ধার করে আহত ট্রক ড্রাইভার লিটন কে লামা ফায়ার সার্ভিসের টিম দ্রুত লামা উপজেলা সাস্থ কমপ্লেক্স ভর্তি করনো হয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply