শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ পূর্বাহ্ন
মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি লামাঃ
লামায় ফোজদারী মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ৫ বছর পরে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার র ০৪ নভেম্বর সকালে উপজেলার সরই ইউনিয়নের হাছনা পাড়া এলাকা থেকে সরই পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেফতার করে। আটক মো. আক্তার হোসেন (৪০) সরই ইউনিয়নের হাছনা পাড়া এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাসেম আলী বলেন, ২০১৪ইং সালের জিআর মামলা ৯০/২০১৪ এর তালিকাভুক্ত ওয়ারেন্টের আসামী আক্তার হোসেন। উক্ত মামলায় আদালত তাকে গ্রেফতারের নির্দেশ প্রদান করে। আক্তার হোসেন মামলার পরে দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিল। সদ্য সময়ে সে দেশে ফিরে আসলে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশে অভিযান চালায় সরই পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় হাছনা পাড়া আক্তার হোসেনের বাগান বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply