শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন
মংছিংপ্রু মার্মা, লামা প্রতিনিধিঃ
বান্দরবানে লামায় অনাথ ও এতিম শিক্ষার্থীদের মাঝে পার্বত্যমন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপির শুভেচ্ছা উপহার হিসেবে প্রদত্ত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকালে লামা পৌর এলাকার মধুঝিরি অবস্থিত মুক্তি অনাথ আশ্রমে দূর্গম এলাকা থেকে আশার ¤্রাে ও ত্রিপুরা ২শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী খাতা-কলম বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণের উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলার সভাপতি মংক্যহ্লা মার্মা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মংছিংপ্রু মার্মা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব রক্ষিত, মুক্তি অনাথ আশ্রমের পরিচালক উইলিয়াম ত্রিপুরা, ইয়াংছা ইউনিটের ছাত্রলীগের সভাপতি মো. কফিল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্ধ। পর্যায়ক্রমে লামা উপজেলার দরিদ্র ও অসচ্ছল পরিবারের ৬ হাজার শিক্ষার্থীদেরকে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে জানা গেছে।
গত বুধবার (১৬ জানুয়ারী’১৯) পার্বত্যমন্ত্রী পুত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাবেক সদস্য রবিন বাহাদুর লামা ফাঁসিয়াখালীর ইয়াংছা ইউনিটে ঠান্ডাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণে শুভ উদ্বোধন করেছেন।
Leave a Reply