শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:৩৮ অপরাহ্ন
মংছিংপ্রূ, লামা প্রতিনিধিঃ
বান্দরবানে লামায় উপজেলায় রুপসীপাড়া ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংছিংহ্লা মার্মা ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা পদক – ২০১৮ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য গত ১৭/৯/২০১৮, মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৭টি ইউনিয়ন থেকে সকল শিক্ষকদের আহবানে বাছাইকৃত শিক্ষকদের মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি নেতৃত্বে গঠিত বাছাই কমিটি অংছিংহ্লা মার্মাকে লামা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত করেছেন। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন-২০১৮ বাছাই কমিটির সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কমিটি’র সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী, সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক, প্রধান শিক্ষক মো. জাহেদ ছরোয়ার প্রমূখ।
Leave a Reply