মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন
মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি লামাঃ
“আসন্ন বর্ষা মৌসুমে লামা পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে” বৃহস্পতিবার (১৬ মে ২০১৯ইং) বিকেলে লামা বাজারস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলন করেছে ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’। সংস্থাটির রাজনৈতিক ফেলো ও লামা কৃতি সন্তান এ্যাডভোকেট সাদ্দাম হোসাইন রাকিব এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার সেন, লামা পৌরসভার কাউন্সিলর মো. রফিক, মো. সাইফুদ্দিন। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মো. কামরুজ্জামান, তানফিজুর রহমান, মো. তৈয়ব আলী সহ লামা বাজার ব্যবসায়ী নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও অন্যান্য সাংবাদিকরা।
লিখিত বক্তব্যে বলেন, বেপরোয়া বন উজাড়, পাহাড় কেটে পাথর উত্তোলন, নদীর পাড়ে তামাক চাষ, অপরিকল্পিত নগরায়ন ইত্যাদি কারণে নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে পার্বত্য এলাকার সকল নদী, খাল, ছড়া ও ঝিরি। বিশেষ করে মাতামুহুরী নদী নাব্যতা হারানো কারণে প্রতিবছর লামা পৌর এলাকা সহ উপজেলা ৭টি ইউনিয়নে ৬/৭ বার পাহাড়ি ঢলে প্লাবিত হয়। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। যার কারণে প্রতিবছর মানুষের কোটি কোটি টাকার জান-মালের ক্ষতি হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সম্মন্বিত উদ্যোগে লামা উপজেলাস্থ মাতামুহুরী নদী ও সকল খাল-ঝিরি খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে জলাবদ্ধতা সমস্যা স্থায়ী নিরসনে এগিয়ে আসার অনুরোধ করা হয়।
সভায় অতিথিরা সকলে নিজ নিজ মতামত তুলে ধরেন। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপস্থিত সকল শ্রেণীর মানুষ একমত পোষণ করেন। তারা সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply