বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতাঃ
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এসব ইটভাটায় জরিমানা করা হয়েছে সাড়ে ১১ লাখ টাকা।
আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ইউনিয়নের মানিকপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। অভিযানে ছিলেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ জাকির হোসাইন ও সহকারী কমিশনার এইচ এম ইবনে মিজান। এছাড়া র্যাবের সহকারী পরিচালক মোহাম্মদ শেখ সাদী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম শফিউল আলম কুরসী সহ পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক ঘন্টা ধরে ওই এলাকায় পাঁচটি ইটভাটায় অভিযান চালানো হয়। অবৈধ ভাটাগুলো এসময় গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিউল, আলম কুরসী সাংবাদিকদের জানিয়েছেন দীর্ঘদিন থেকে ফাইতং এলাকায় অবৈধ ইটভাটা পরিবেশের মারাত্মক ক্ষতিকরে আসছিল। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ টি ইটভাটা গুড়িয়ে দেয় এবং সাড়ে এগার লক্ষ টাকা জরিমানা করে। এর মধ্যে সিবিএম কে ৩ লক্ষ টাকা, এ এম আর ৩ লক্ষ, ফোর বি এম ২ লক্ষ, ওয়াইএসবি আড়াই লক্ষ ও এএইচবি কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
শেষে বলেন, ভবিষ্যতেও অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply