রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতাঃ
যেন বাঘ সিংহের লড়াই। বাঘ বলে হারবো না, সিংহ বলে ছারবো না। এমনিয় এক লড়াই হয়েছে ফুটবল খেয়ায়। বান্দরবান ঐতিহ্যবাহি রাজার মাঠে লালমোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় দুই শক্তি প্রতিদ্বন্দ্বি দল ফ্রেন্ডস ক্লাব মধ্যম পাড়া একাদশ বনাম পার্থ একাদশ বাজার এলাকা। দর্শকদের উত্তেজনা আর টান টান উৎসাহের মধ্যে খেলা উপভোগ করেন। এসময় মাঠ জুড়ে করতালি দিয়ে খোলোওয়াড়দেরকে উৎসাহ বাড়িয়ে দিচ্ছে দর্শকরা। খেলার দ্বিতীয়ার্ধে পর ২টি গোল দিয়ে চ্যাম্পিয় ট্রফি তুলে নিলেন পার্থ একাদশ বাজার এলাকা দল। অপর দিকে ফ্রেন্ডস ক্লাব শুন্য গোলে হারলো।
আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় বান্দরবান ঐহিত্যবাহি রাজার মাঠে লালমোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শহিদুল এমরান, এফডব্লিউসি, পিএসসি, ৬৯ পদাতিক ব্রিগেট বান্দরবান, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, নবাগত পুলিশ সুপার জেরিন আখতার, জোন কমান্ডার লেঃ কর্নেল আখতার উহ সামাদ রাফি, পৌর মেয়র ইসলাম বেবী প্রমূখ।
খেলা শেষে পার্বত্য মন্ত্রী খেলোওয়াড়দেরকে ক্রেস্ট তুলে দেন। এবং খেলা আয়েজকদেরকে ১লাখ টাকা, বিজয়ী দলকে বিষ হাজার এবং রানার্সআপকে ১৫ হাজার টাকা ঘোষনা করেন।
প্রধান অতিথি বলেন, বান্দরবান স্টেডিয়ামকে আগামী বছরে জাতীয়মানের একটি স্টেডিয়াম রুপান্তর করা হবে।
Leave a Reply