মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদঃ
বান্দরবান থেকে ভাইয়ের লাশ নিয়ে রুমা নিজ পাড়া চৈক্ষ্যং নিয়ে যাওয়ার পথে সুনসং খাল পার হওয়ার সময় চাচা-ভাতিজা পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে। তারা হলেন লালমুনদির বম (৪০) এবং তার ভাতিজা ৬ বছর বয়স তার নাম জানা যায়নি। এখনো তাদের সন্ধান মেলেনি। ঘটনাটি ঘটেছে আজ ১০ জুলাই বুধবার সকালে।
পাড়াবাসিদের সূত্রেঃ রুমা চৈক্ষ্যং পাড়া বাসিন্দা সমদির বম অসুস্থ হয়ে বান্দরবান বেসরকারী একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় গতকাল মঙ্গলবার হাসপাতালে মারা যান। আজ বুধবার তার লাশ দুরগম এলাকা রেমাক্রী ইউনিয় চৈক্ষ্যং পাড়াতে নিয়ে যাওয়ার রাস্তায় সুনসং খাল পার হয়ে যেতে হয়। ওকুল পার হওয়ার জন্য স্থানীয়রা রশি ব্যবহার করে সমদির বম লাশ পার করার পর, ছোট ভাই লালমুনদির বম (৪০) তার বড় ভাইয়ের ছেলেকে কাধে নিয়ে রশি ধরে পার হওয়ার সময় পানির স্রোতে ভেসে যায়।
Leave a Reply