শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে শান্তি চুক্তি করে আজ তিন পার্বত্য জেলায় যে উন্নয়ন হচ্ছে, সেটা অস্বীকার করা যায় না। পর পর চার বার প্রধানমন্ত্রী হওয়ায় ধারাবাহিকতার কারনে আজকে পার্বত্য অঞ্চলে প্রত্যেকটা ইউনিয়ন , উপজেলয়, গ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। পার্বত্য অঞ্চলে অধিকাংশ স্কুলকে আবাসিক স্কুলে রুপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রায় ২১৮টি ইউএনডিপি প্রাইমারি স্কুল ছিল সেগুলো সরকারি করন করা হয়েছে। সপ্তম পঞ্চমবার্ষিকী হলো এবার অষ্টম পঞ্চম বার্ষিকীতে ও এই পার্বত্য অঞ্চলকে বিভিন্ন দিক থেকে আরো বৃহত্তর আকারে উন্নয়নের জন্য পরিকল্পনা করা হবে- বান্দরবানে রাস্তা উন্নয়ন উদ্ধোধন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।
আজ ৩১ অক্টেবর শুক্রবার সকালে বান্দরবান সদর হলুদিয়া-ভাগ্যকুল, টংকাবতি-ভায়া-চিম্বুক, সুয়ালক ইউপি হতে সুলতান পুর, নীলাচল- মিলনছড়ি, যৌথ খামার-নীলাচল রাস্তা উন্নয়ন উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এলজিইডি তত্ত্বাবধানে রাস্তা উন্নয়নে প্রায় ১৬ কোটি ব্যয় ধরা হয়েছে।
Leave a Reply