বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা মঙ্গলবার দীঘিনালা উপজেলা সদরে আওয়ামী মুক্তিযুদ্ধালীগের আয়োজিত এক সংর্বধনা সমাবেশে প্রধান অতিথির বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধালীগের কেন্দ্রীয় সভাপতি ও টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা বলেছেন পাহাড়ে শান্তিচুক্তির স্থাপনের মধ্যে দিয়ে এখানে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে ।
অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ,সংগঠনের উপদেষ্টা মো: ফরিদুল আলম । বক্তব্য রাখেন ,খাগড়াছড়ির আ্ওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধালীগের উপদেষ্টা যতীন্দ্রলাল ত্রিপুরা , খাগড়াছড়ি পৌর মেয়র মো: রফিকুল আলম ,সংগঠনের সভাপতি আব্দুল মান্নান গাজি , সাধারন সম্পাদক নবী হোসেন চৌধুরী। সংবর্ধনা ও সমাবেশে ৩৬ টি প্রথম শ্রেণীর মেয়রগণ যোগ দেন ।
পাহাড়ি বাঙ্গালি সকলেই এখানে মিলেমিশে শান্তিতে বসবাস করছে। এটি সম্ভব হয়েছে জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও চেতনার ফসল ১৯৯৭ সালের ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর করায় । তিনি এ উন্নয়ন ও শান্তি ধরে রাখার জন্য পূণরায় বর্তমান সরকারকে আগামী দিনগুলোতেও জণগনের পাশে পাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানায়।
সমাবেশ শেষে এক বিশাল র্যালি দীঘিনালা উপজেলা শহর প্রদক্ষিন করে ।
Leave a Reply