বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
শান্তি চুক্তির বাস্তবায়নের জন্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে এগোচ্ছে সরকার। পাহারে শান্তি ফিরিয়ে আন্তে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য আওয়ামীলীগের সরকার কাজ করছে। কিন্তু চুক্তি দেরি হচ্ছে বলে দুই জনকে খুন করলে শান্তি চুক্তি বাস্তবায় হয়ে যাবে? ইউনিয়নের নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে সমাবেশে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।
আজ ৫ জুলাই শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে ইউনিয়নে নারীদের আর্থ-সামাজিক অবস্থান উন্নয়নের জন্য বিভিন্ন চারা, গরু, কফি চারা, কৃষি যন্ত্রপাতি, বাদ্য-যন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব, সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, পৌর মেয়র ইসলাম বেবী, জাতীয় প্রকল্প ব্যবস্থাপক, ঝওউ-ঈঐঞ,টঘউচ।
অুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গরু,ছাগল, হাঁস-মুরগী, কমলা বাগান, বাঁশের চারা, মিশ্র ফলজ বাগান, সেলাই মেশিন, মশলা চাষ, কাসু চারা, পাওয়ার টিলার, পাম্প মেশিন থেকে শুরু করে যা দেয়ার দরকার সরকার দিয়েছে। ভাগ্য পরিবর্তনের জন্য নিজে যদি উদ্যেগ না নেয়, তাহলে ভাগ্য উন্নয় হবে কি ভাবে। আজকে কৃষি সরঞ্জাম দিলাম এক-দুই মাস পর নষ্ট হলো তাহলে ভাগ্য পরিবর্তন হবে না। যত্ন নিতে হতে, পরিশ্রম করতে হবে। তখনই ভাগ্য পরিবর্তন সম্ভব।
বান্দরবান ৭টি উপজেলায় ১৩০টি পাড়ায় ৯১টি পাম্প মেশিন ও ৯১টি পাওয়ার টিলার, চায়না-৩ ৭হাজার ৫শ টি চারা পাঁচটি ইউনিয়ন ও বিদ্যামনি পাড়া,থানচি। কফি চারা ২০ হাজার ফারুক পাড়া, লাইমি পাড়া, বেথনী পাড়া, গেসসামনী পাড়া, শারণ পাড়া, মিশ্র ফলজ চারা ১৩ হাজার ৪৪০টি বান্দরবান পৌর এলাকা, ক্রীড়া সরঞ্জাম এবং ৩শ জনকে মাছের পোনা আলোচনা অনুষ্ঠান শেষে দুপুর ১ ঘটিকার সময় কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
Leave a Reply