বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন
সরওয়ার কামাল,মহেশখালীঃ
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে অবস্থিত বনবিট (ফরেষ্ট) অফিসের বন প্রহরীদের সাথে একদল দস্যু বাহিনীর গুলি বিনিময় হয়েছে। এসময় জব্দ করে সেগুন কাঠ। গুলিবিণিময়ের ঘটনা ঘটে ৩০ জুলাই রাত ১ টার সময় ।
বনবিট সূত্রে জানাযায়, উপজেলার শাপলাপুর পাহাড় থেকে সরকারি সৃজিত সেগুন গাছ কর্তন করে একদল দস্যু শাপলাপুরের পূর্বপাশে মহেশখালী কোহেলিয়া নদী দিয়ে গাছ পাচার করছে বলে বন কর্মকর্তাদের কাছে খবর আসে। শাপলাপুর বিট কর্মকর্তা শামসুল আলম সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উল্লেখিত নদীতে সরকারী সম্পদ গাছ উদ্ধারে অভিযান চালালে দস্যুরা বন প্রহরীদের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করে বন প্রহরীরা ও নিজেরদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করলে দস্যুরা পিছে হটে পালিয়ে যায়। এসময় শাপলাপুর -মহেশখালী কোহেলিয়া নদী থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সেগুন গাছ উদ্ধার করেন।
শাপলাপুর বিট কর্মকর্তা শামসুল আলম সরকার গুলিবিণিময় ও গাছ উদ্ধারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply