রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০২ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল ৮ টায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং সারে ৮ টার সময় জাতীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলনের মধ্যেদিয়ে পালন করা হয়। এসময় একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে বিদ্যালয়ের প্রাঙ্গনে এসে শেষ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলমের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক নুরুল আবছারের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এম সাইদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মন্জুরুল আলম, শিক্ষকবৃন্দ যথাক্রমে- বাবু সূচিত্র ।
Leave a Reply