সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৬:৪৫ পূর্বাহ্ন
মংছিংপ্রু, লামা প্রতিনিধি:
বান্দরবানে লামা উপজেলায় লামা মুখ উচ্চ বিদ্যালয় উদ্যোগে জেএসসি অর্ধবাষিক পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ শে জুলাই রবিবার সকালে উক্ত বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দু শুক্কুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লামা পৌরসভার সাবেক মেয়র তাজুল ইসলাম, লামা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক মো. তৈয়ব আলী, ত্রান বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। এসময় বিদ্যালয় শিক্ষক মন্ডলী ও জেএসসি পরীক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।
আব্দু শুক্কুর বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল করা লক্ষে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করার জন্য এ সমাবেশে উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথি বক্তব্যের, শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের কাজে লাগাতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বিভাগকে অনেক উন্নতি করেছেন। বছরে প্রথম দিনে সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ নিশ্চিত করেছেন। লেখা-পড়া মান বৃদ্ধি করার লক্ষ্যে খাতা-কলম ও অন্যন্য জিনিসপত্র ক্রয়ের জন্য বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদেরকে সরকার উপবৃত্তি টাকা প্রদান করছেন। শিক্ষার্থীরা আগামীদিনে বাংলাদেশের ভবিষ্যত।
Leave a Reply