শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৩১ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন,রাঙ্গামাটি প্রতিনিধিঃ
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিতসহ জন্মনিবন্ধন হার বৃদ্ধি কল্পে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের মধ্যে সমন্বয় জোরদারকরণ শীর্ষক এক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতা করেছে ইউনিসেফ বাংলাদেশ।
আজ ৮ অক্টোবর সোমবার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এই সম্বনয় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা । জেলার সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম শফি কামাণ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক বেগম সাহানওয়াজ উপষ্ঠিত ছিলেন।
সভায় বলেন, বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের বাধ্যকতা রয়েছে। শিশুর জন্ম নিবন্ধন তার টিকা দানসহ সকল কাজ এবং শিক্ষার ক্ষেত্রে ও মূল্যবান দলিল হিসাবে কাজ করে। শিশুদের ভবিষ্যতের জন্য জন্ম নিবন্ধন অতি জরুরী। জন্ম নিবন্ধনকে অবহেলা না করে সচেতন হওয়ার পরার্মশ প্রদান করেন সভায় আগত অতিথিদেরকে।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সমন্বয় সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ ৩৫ জন অংশ নেয়।
Leave a Reply