রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২২ অপরাহ্ন
অংগ্য মারমা,স›দ্বীপ:
দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের স্মরণ সভায় শনিবার বিকেলে স›দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে আওয়ামীলীগের সভাপতি মাস্টার শাহাজাহান বিএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণ সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দীন বেদনের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ. সালাম, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা, উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী খসরু, স›দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান পিপিএম (বার), উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দীন মিশন, উপজেলা আওয়ামীলীগ নেতা মাজহারুল ইসলাম, মশিউর রহমান বেলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনন্নেসা চৌধুরী জেসী, যুবলীগ সভাপতি ছিদ্দিকুর রহমান, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর আহম্মেদ তপু, ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন প্রমুখ।
প্রধান অতিথি আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন বক্তব্যে বলেন , সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গনতান্ত্রিক রাষ্ট্র ভারত, যুক্তরাষ্ট্রে যে নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরাও সে ভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন-নতুন চর যেভাবে জেগে উঠছে তাতে ভাসান চর স›দ্বীপের সাথে মিশে যাবে, শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে এখানে ইকোনমিক জোন গড়ে উঠবে। স›দ্বীপকে দেশের মূল ভূখন্ডের সাথে যুক্ত করা হবে বলেও প্রতিশ্রæতি দেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে তিনি আবারও নৌকা মার্কা ভোট দিয়ে জয় যুক্ত করার আহŸান জানান। বিশেষ অতিথি’র বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ.সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স›দ্বীপের মানুষকে ভালবাসেন বলে এখানে সাবমেরিনের ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আসছে, এম.পি মিতার মাধ্যমে স›দ্বীপে ব্যাপক উন্নয়ন ঘটেছে।
তিনি আগামী সংসদ নির্বাচনে স›দ্বীপে নৌকা’র প্রার্থী হিসেবে মাহফুজুর রহমান মিতা’কে পরিচয় করে দেন।
Leave a Reply