শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
মৈত্রী পানি বর্ষণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বান্দরবানে ঐতিহ্যবাহি মারমাদের মাহা সাংগ্রাই উৎসব। ১৩৮১ সালকে বরণ করে মারমাদের নতুন বছরের যাত্রা শুরু হলো। নতুন বছর অতীতের সকল দুঃখ কষ্টকে মুছে দিয়ে সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ। চার দিন ব্যাপী চলা পার্বত্য এলাকা বান্দরবানে মারমাদের মাহা সাংগ্রাই উৎসবে মাতোয়ারা পাহাড় জুরে।
আজ ১৬ এপ্রিল মঙ্গলবার বিকালে বান্দরবানে ঐতিহাসিক রাজার মাঠে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর সহধর্মিনী মেহ্লাপ্রু তরুণ-তরুণীদের সমাপনি মৈত্রী পানি বর্ষণ করেন। ছোট বড় সকলে একে অপরের মৈত্রী পানি বর্ষণ করে। একই স্থানে তৈলাক্ত বাঁশে আরোহন, দড়ি টানাটানি, বাচ্চাদের মোরগ লড়াই, বেগুন কামড় ইত্যাদি খেলাধুলা প্রতিযোগিতায় অংশ নেই ছোট ছেলে-মেয়ে ও তরুণ-তরুণীরা। স্থানীয় শীল্পিদের নাচ, গান, ক্লোজাপ ওয়ান তারকা খিংসাইমং, বাংলাদেশি আইডল মংউ চিং, পঙ্কজসহ আরো অনেক শীল্পিবৃন্দ গান গেয়ে স্রোতাদের মন মাটিয়ে তুলেন। সেই সাথে বিদায় জানানো হয় ১৩৮০ মারমা সালকে।
উল্লেখ্য, ১৩ তারিখে বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে মারমাদের সাংগ্রাই নববর্ষ পালন করা হয়। ১৪ তারিখের্ চন্দনের পানি দিয়ে বৌদ্ধ র্মূতি ¯œান করে এবং রাত্রে বিভিন্ন স্থানে পিঠা উৎসব পালিত হয়।
Leave a Reply