শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন,রাঙ্গামাটিঃ
১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবর বিকালে দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা মহিলা সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকঊ রোয়াজা,যুগ্ন সাধারন সম্পাদক জসীম উদ্দীন বাবুল, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম ছাত্র লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামীলীগের সকল অজ্ঞ সংগঠনের নেত্রীবৃন্ধ এসময় বক্তব্য রাখেন।সভার সঞ্চালনা করেন রাঙ্গামাটি মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহিতা দেওয়ান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে ঘাতকেরা যখন বঙ্গবন্ধু এ বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তর করার জন্য তাঁর শ্রম মেধা দিয়ে কাজ করে আসছিল ঠিক তখনি ১৯৭১ এর পরাজিত শক্তিরা ১৯৭৫ এর ১৫ই আগষ্ট কাপুরুষের মত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ সকলকে হত্যা করে।
১৫ই আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চির করার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা সভা শেষে, ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবার-পরিজনের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply