শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:২৬ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলার বুদং পাড়া এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে খাগাড়ছড়ি উদ্দেশ্য যাত্রীবাহী বাস ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে মো: আল আমিন (২৮ ) নামে ইবনে সিনা হারবাল ন্যাচারাল কোম্পানির মাটিরাঙ্গা উপজেলার বিক্রয় প্রতিনিধি নিহত হন।
নিহত ইবনে সিনা উপজেলার বিক্রয় প্রতিনিধি পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ দিমাই গ্রামের এর বাসিন্দা মো: কেরামত আলীর একমাত্র পুত্র বলে জানা গেছে। পরিবারের দুই ভাইবোনের মধ্যে সে বড়। ঘাতক শ্যামলী পরিবহন এর নং ঢাকা মেট্রো-ব-১৫-২৬৩০। ঘটনায় পর চালক পলাতক রয়েছে । এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: গিয়াস উদ্দিন বলেন,লাশ মাটিরাঙ্গা উপজেলা থানা হাসপাতাল থেকে মাটিরাঙ্গা থানা পুরিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: গিয়াস উদ্দিন বলেন,অভিযোগ পেলে মামলা মৃত্যু মামলা করা হবে। লাশ ময়না তদন্তে জন্য আইনি কার্যক্রম চলছে জানায়।
Leave a Reply