আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার জনবহুল এলাকার বাইশারী বাজারটি বিগত ২ মাস যাবৎ করোনাভাইরাস প্রতিরোধক এর লক্ষে উপজেলা প্রশাসনের নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রেখে বাইশারী কলেজ মাঠে স্থানান্তরিত করা হয়েছিল।
কিন্তু গত ১ মাস যাবৎ বর্ষার আগাম বৃষ্টি ও কাল বৈশাখী ঝড়ো হাওয়ায় খোলা আকাশের নিচে নিজেদের তৈরী ঝুপড়ি দোকানে সব কিছু ভিজে বৃষ্টিতে লন্ডবন্ড হয়ে হওয়ার খবরটি জাতীয় ও বান্দরবান প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলে উপজেলার সংশ্লিষ্ট প্রশাসনের সুনজরে আসায় বৃহস্পতিবার অস্থায়ী বাজার সেই আগের পুরাতন বাজারে স্থানান্তর করার নির্দেশ প্রদান করেন স্থানীয় চেয়ারম্যান ও বাজার সভাপতিকে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের ক্ষতির কথা মাথায় রেখে সামাজিক দুরত্ব বজায় রেখে আগের স্থানে ফেরত আাসর নির্দেশ প্রদান করেন।
ব্যবসায়ী ফরিদুল আলম, মনু মিয়া, নুরুল কাদের সহ অনেকেই জানান, এই আগাম বর্ষায় তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে করোনাভাইরাস এর কারনে পরিবহন ভাড়া দিগুন গুনতে হয়েছে । অন্যদিকে দৈনিক অনেক মালামাল বৃষ্টিতে নষ্ট সহ বিশাল ক্ষতি হয়েছে। বাজারটি আগের জায়গায় ফেরত আনায় প্রশাসনকে ধন্যবাদ জানান।
বাজার সভাপতি ও আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর বলেন , সরকারী নির্দশনায় বাজার স্থানীয় কলেজ মাঠে নেওয়া হয়েছিল। আবরো সরকারী নির্দেশনায় পুরাতন জায়গায় ফেরত আসছে। আইন অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতা ও বিক্রেতারা বাজার সদাই করবেন।
ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন উপজেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক বাজার আগের জায়গায় ফেরত আনা হয়েছে।
Leave a Reply