শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ পূর্বাহ্ন
রিমন পালিত: স্টাফ রিপোর্টারঃ
সন্তানের ভাল ফলাফল নিশ্চিতকরণে বান্দরবানে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ২২ সেপ্টেম্বর রবিবার পাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের আয়োজনে এলাকার ছেলে মেয়েদের পড়া শুনায় আগ্রাহী করে তুলার জন্য এই মা সমাবেশের আয়োজন করা হয়।
পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু মারমা। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জেন ডা: অংশৈপ্রু মারমা , জেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ রুমি সহ বিভিন্ন গনমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন একজন মা পারে একটা জাতিকে আলোকিত করতে আর তাই ছেলে মেয়েদের মেধার বিকাশে মায়ের ভুর্মিকা সব চেয়ে বেশি। একজন শিশু তার মায়ের কাছে তার মনের সকল কিছু আত্মপ্রকাশ করে থাকে। একটা শিশুর বেড়ে উঠা থেকে শুরু করে সকল কিছুতে মা সব চেয়ে অগ্রনী ভূর্মিকা পালন করে। তাই বান্দরবানের মত দেশের সকল এলাকাতে ছেলে মেয়েদের মেধা ও পড়া শুনার বিকাশ সাধনে মা দেরকে এগিয়ে আসার আহব্বান জানানো হয় ।
Leave a Reply