বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী, সংবাদদাতাঃ
মহেশখালীর মাতারবাড়ির শীর্ষ সন্ত্রাসী হেলাল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত, অস্ত্র ও কার্তুজ উদ্ধার। মাতারবাড়ি ইউনিয়নের শামসু মিয়াজির পাড়া এলাকার বাসিন্দা মৃত জাগির হোসাইনের পুত্র হেলাল উদ্দিন (২৭) ।
থানা সুত্রে , শাপলাপুর দিনেশপুর পাহাড়ী এলাকায় ২৩ জানুয়ারী বুধবার রাত অনুমান ১টার সময় ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে থানা পুলিশ তাকে ধৃত করার চেষ্ঠা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন দু’পক্ষের প্রায় ১০/১৫ রাউন্ড গুলি বিনিময় হয়, সেই বন্দুকযুদ্ধে সন্ত্রাসী হেলাল উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সন্ত্রাসী হেলালের কাছ থেকে ২টি দেশীয় তৈরী অস্ত্র ও ১৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সন্ত্রাসী হেলাল উদ্দিনের বিরোদ্ধে ১৪টি মামলা রয়েছে, সে একজন চিহ্নিত সন্ত্রাসী। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply