রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
সমস্ত বাংলাদেশেই পুলিশের লজিস্টিক সার্পোটের ঘাটতি রয়েছে।পুলিশকে শক্তিশালী করার ক্ষেত্রে লজিস্টিকের ঘাটতি মেটানোর জন্য সরকার চেষ্টা করছেন ।
সোমবার দুপুরে বান্দরবান সদর থানার ৬ তালা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালীন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি জাবেদ হোসেন পাটোয়ারী ।তিনি আরো বলেন, বান্দরবানের থানছি থানার ভবনটি নতুন ডিজাইনে নির্মিত হবে।
পরে তিনি বান্দরবান পুলিশ লাইনস মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন, আলীকদম থানা ভবন, বাঁইশারী পুলিশ ফাঁড়ি ভবন, লামা থানা ভবন এবং সোঁনাইছড়ি পুলিশ ফাঁড়ি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন । ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি পুলিশ লাইনস মাঠে বৃক্ষরোপণ করেন ।
এ সময় বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ জাকরি হোসেন মজুমদার সহ পুলশিরে উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেষে তিনি বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা করেন ।
Leave a Reply