বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আলীকদম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কোন ডাক্তারের উপস্থিতি ছাড়াই খতনা করাচ্ছেন ওয়ার্ড বয় আবুল কালাম এবং বাবুর্চি ইয়াংরিং মুরং।
আজ ২২সেপ্টম্বার (রবিবার) সকাল সাড়ে ১১টায় সরেজমিনে পরিদর্শনে দেখাযায় জরুরী বিভাগের দরজা বন্ধ। তাৎক্ষনিক বিষয়টি উপজেলা পঃপঃ কর্মকর্তাকে অবহিত করলে তিনিসহ জরুরী বিভাগের দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখাযায় রেখা আক্তার নামের এক মহিলার শিশু পুত্র মোঃ রিয়ানকে জরুরী বিভাগের বেডে ওয়ার্ডবয় এবং বাবুর্চি মিলে খতনা করাচ্ছেন।
এবিষয়ে ওয়ার্ড বয় আবুল কালামকে জিজ্ঞাসা করলে কর্মরত ডাক্তার মোস্তাফিজুর রহমানের তত্বাবধানে খতনার কাজ করছেন এবং তারা দু’জন তাহাকে সহযোগীতা করছেন বলে জানান।
বিষটি সম্পর্কে উপ-সহকারী মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, আমি একজন জরুরী রোগী দেখছিলাম কোন বাচ্ছাকে খতনা করার বিষয়ে আমি কিছুই জানিনা।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল এলাকায় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ওয়ার্ড বয় আবুল কালাম ও বাবৃর্চি ইয়াংরিং মুরুং অনেক দিন ধরে জরুরী বিভাগে খতনা সহ বিভিন্ন ছোটখাটো সার্জারি করে আসছেন।
এই বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ শহিদুর রহমান তাহাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
Leave a Reply