শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন
প্রতি বছরের ন্যয় এবছরও রাঙ্গামাটির ক্রীড়া ও সামাজিক সংগঠন বলাকা ক্লাবের উদ্দ্যেগে স্বরস্বতি পুজা (বানী অর্চণা) উপলক্ষে আলোচনাসভা, শিক্ষা উপকরণ, বৈসাবি পুরস্কার বিতরণ, দুঃস্থদের শীতবস্ত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান শহরের গর্জনতলী এলাকার তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১জানুয়ারি) সন্ধ্যায় বলাকা ক্লাবের সভাপতি ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনসভা ও শিক্ষা উপকরণ, শীতবস্ত্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়য়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি অখন্ড মন্ডলী মন্দিরের সহ-সভাপতি প্রাণেশ^র ত্রিপুরা, সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসার প্রহেলিকা ত্রিপুরা, বলাকা ক্লাবের সাবেক সভাপতি রুপেন ত্রিপুরা, বলাকা ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন ত্রিপুরা বক্তব্য দেন।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, পড়াশুনা করে তোমাদের শিক্ষিত ভালো মানুষ হয়ে দেশের মঙ্গল বয়ে আনতে হবে। তোমাদের মধ্যে মানবিকতাকে জাগ্রত করতে হবে। সামাজিক মূল্যবোধ তৈরি করতে হবে তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তিনি বলেন, অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত প্রসারিত করলে সমাজের গরিব মানুষগুলোর উপকৃত হবে। তাই আসুন আমরা যার যার অবস্থান থেকে এসব দুঃস্থ মানুষগুলোর পাশে দাঁড়াই।
সভাপতির বক্তব্যে বলাকা ক্লাবের সভাপতি ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে মূল ম্রোতধারায় যুক্ত করতে বর্তমান সরকার কাজ করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। তাই নৃ-গোষ্ঠীর শিশুরা যাতে নিজস্ব ভাষায় পড়ালেখা করতে পারে সে লক্ষ্যে তাদের নিজস্ব ভাষায় পাঠ্যবই বিতরণ করছে। যাতে করে সমতলের শিশুদের ন্যয় পাহাড়ের শিশুরাও শিক্ষায় এগিয়ে চলে।
পরে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply