রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
সারা দেশের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক দাবিতে আন্দোলনে সময় সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতন ও হয়রানি শিকার হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে শনিবার বেলা ১১টায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈকত দেওয়ান, সাধারন সম্পাদক কানন আচার্য, দৈনিক সমকালের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শাহরিয়ার ইউনুছ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সম্পাদক রিপন সরকার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি রুপায়ন তালুকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা দ্রুত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইন আওতায় বিচারে দাবি জানান।
Leave a Reply