শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ পূর্বাহ্ন
ইমন, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় তিনটিলায় ২০১৭ সালের ২ জুন সংঘঠিত সাম্প্রদায়িক সংঘর্ষে আগুনের পুড়ে যাওয়া পাহাড়িদের বসতবাড়ি নির্মানের কাজ শুরু হয়েছে।
আজ বুধবার ৩০ মে দুপুরে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার এ আবাসন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ এবং দূর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ৯ কোটি টাকায় আবাসন প্রকল্প ২ এর আওতায় ১৭৬ টি বসতবাড়ী নির্মান করা হচ্ছে।
লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম,হেডম্যান এসোসিয়শনের সম্পাদক ক্যারল চাকমা বক্তব্য রাখেন।
দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সনের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদন করেছিল বলেই চুক্তি বাস্তবায়ন হচ্ছে।
তিনি আরো বলেন, একটি উগ্র প্রতিক্রিয়া শীল গোষ্ঠী এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্টের জন্য সর্বদা প্রচেষ্ঠা চালাচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গার পায়তারা করছে। এদের বিষয়ে সজাগ থাকতে হবে।
Leave a Reply