সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি টাইমস ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন বান্দরবানের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম.এ.হাকিম চৌধুরী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সিএইচটি টাইমস ডটকমের জেলা কার্যালয়ে গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়।অনাড়ম্বর এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ফুল দিয়ে এসময় নবনিযুক্ত সভাপতি মন্ডলীর সভাপতি কে শুভেচ্ছা জানান।
এসময় দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএইচটি ফার্স্ট টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক বিপ্লব চাকমা, বান্দরবান প্রতিদিন সম্পাদক জসাইউ মারমা, সিএইচটি টাইমস ডটকম প্রকাশক লুৎফুর রহমান উজ্জ্বল, বাসস জেলা প্রতিনিধি সৈকত দাশ, বান্দরবান প্রতিদিনের বার্তা সম্পাদক উথোয়াইচিং মারমা রনি, সিএইচটি ফার্স্ট টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার মো: নুর হোসেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এম.এ.হাকিম চৌধুরী বলেন,সরকার ঘোষিত “জনগণের দোরগোড়ায় তথ্য সেবা” পৌছে দিতে বান্দরবান জেলার স্থানীয় অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকমের অনন্য ভূমিকা রয়েছে। বান্দরবান জেলা প্রশাসন কতৃক সম্মাননা প্রাপ্ত স্থানীয় অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে বহুদুর এগিয়ে যাক এটাই আমার একমাত্র চাওয়া।
Leave a Reply