সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ন
রাঙ্গামাটি সংবাদদাতাঃ
রাঙ্গামাটি কুতুকছড়িতে নির্ধারিত চাঁদা পরিশোধ না করায় চালককে মারধর করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
চারদিনেও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের প্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গামাটি সেএনজি অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন। সমাবেশে রাঙামাটি অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, শ্রমিক নেতা আব্দুল হালিমসহ অন্যান্য শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাঙ্গামাটি- মহালছড়ি- খাগড়াছড়ি সড়কে সন্ত্রাসীদের নির্ধারিত চাঁদা না দেয়ায় সিএনজি চালককে মারধর করে সিএনজি ছিনতাই করেছে। চার দিন অতিবাহিত হলেও এখনো ছিনতাইকৃত সিএনজিটি হদিস মেলেনি। আগামী রবিবারের মধ্যে স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানানো হয়। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply