বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবান হিলবার্ড এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক প্রধানমন্ত্রীর ঘর পেলো বান্দরবানের পিছিয়ে পড়া জনসাধারণ কেএনএফ’র গুলিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরে কদর বাড়ছে পাহাড়ী ফুল ঝাড়ু লামায় ধর্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা লামায় কবি এমরানের “অনুভূতির সুর” বইয়ের মোড়ক উন্মোচন থানচিতে মাসব্যাপী বিজিবি অভিযানে শতাধিক একর জমিতে পপিখেত ধংস অবৈধ গরু পাচার রোধে বিজিবি তৎপর তবে নিরব প্রশাসন লামা-আলীকদম সড়কে দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৯ নাইক্ষ্যংছড়ি  সীমান্তে চোরাই গরু আনতে গিয়ে মাইন  বিস্ফোরণে  যুবক আহত
সেনা উদ্দ্যেগে রাঙামাটিতে তরুণ-তরুণীদের  কম্পিউটার প্রশিক্ষণে সনদ বিতরণ

সেনা উদ্দ্যেগে রাঙামাটিতে তরুণ-তরুণীদের  কম্পিউটার প্রশিক্ষণে সনদ বিতরণ

শেখ ইমতিয়াজ কামাল ইমন, রাঙামাটি প্রতিনিধিঃ

পাহাড়ের নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দ্যেগে  রাঙামাটির কয়েকশ শিক্ষিত তরুণ-তরুণীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রাঙামাটি সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় সদর সেনাজোনের পরিচালনায় কাউখালী উপজেলায় পরিচালিত রিজিয়ন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করা ৫টি ব্যাচের শতাধিক তরুণ-তরুণীর হাতে সনদপত্র তুলে দেন রাঙামাটিস্থ সদর সেনাজোনের কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ  রেদওয়ানুল ইসলাম,এসজিপি-এসইউপি,পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম চৌধুরী, নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম, সদর জোনের মেজর মাঈন, ক্যাপ্টেন রাদ ,কাউখালী, ঘাগড়ার স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া পাহাড়ী ও বাঙ্গালীদের আর্থ সামাজিক উনয়নের অন্যতম একটি অংশ হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। গত ২৮ জানুয়ারি ২০১২ সালে উক্ত প্রশিক্ষণ কেন্দ্রটি রিজিয়ন সদর দপ্তরের উদ্দ্যেগে ও পৃষ্ঠপোষকতায় রাঙামাটি জোনের অধীনস্ত কাউখালী আর্মি ক্যাম্পের আওতায় এই প্রশিক্ষণের যাত্রা শুরু হয়েছিলো।

২১ নভেম্বর ২০১৬ সালের পর হতে অদ্যবধি পর্যন্ত প্রশিক্ষণ সমাপ্ত ০৫টি ব্যাচের ৯৭ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সমাপ্তির পরবর্তী আজ শনিবার দুপুরে তাদের হাতে সনদপত্র তুলে দেন সদর সেনা জোন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে জানানো হয়, উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে ২৮ জানুয়ারি ২০১২ সাল হতে ২৯ নভেম্বর ২০১৫ সাল পর্যন্ত সর্বমোট ১২টি ব্যাচ সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে। পরবর্তীতে উক্ত প্রশিক্ষণ কেন্দ্রটি  কাউখালী আর্মি ক্যাম্প হতে ঘাগড়া আর্মি ক্যাপে স্থানান্তরিত হওয়ার পর হতে অদ্যবধি পর্যন্ত ১৬টি ব্যাচ সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে।

 

রাঙামাটি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Bandarban Pratidin.com
Design & Developed BY CHT Technology