সরওয়ার কামাল, মহেশখালীঃ
মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ফিশিং বোটে জলদস্যুদের তান্ডব গণডাকাতিতে ৩০ মাঝিমাল্লা আহত হয়েছে। ৩০ লাখ টাকার পরিমাণ মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে রুপচাঁদা ফিশিং বোট মালিক সমিতির নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম বরাবরে স্মারকলিপি প্রদান করেন। টানা সাপ্তাহ ধরে সোনাদিয়া চ্যানেলে জলদস্যুরা গণডাকাতি চালাচ্ছে বলে জানানো হয়।
সর্বশেষ ৫ জানুয়ারী রাত অনুমান ১০টা থেকে শুরু করে দিনব্যাপী গণডাকাতির শিকার হয়েছে পৌরসভা গোরকঘাটা চরপাড়া এলাকার আব্দুল মোনাফের মালিকানাধিন এফবি শাহেদ, মোহাম্মদ রফিকের মালিকাধিন এফবি রাফিয়া মনি, সালাহ উদ্দিনের মালিকানাধিন এফবি আল্লাহর দান, রকিব উল্লাহ মালিকানাধিন এফবি ফয়সাল, সিরাজ উল্লাহর মালিকানাধিন এফবি এফবি আল্লাহর দান, গিয়াস উদ্দিনের মালিকানাধিন এফবি মায়ের দোয়া ও ছোট মহেশখালী ইউনিয়নের তেলীপাড়া এলাকার নুরুল আলম মেম্বারের মালিকানাধিন এফবি এফবি মায়ের দোয়া সহ অসংখ্য ফিশিং ট্রলার।
৬ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগ মহেশখালী পৌর শাখার সভাপতি মামুন সিকদার, মহেশখালী রুপচাঁদা ফিশিং বোট মালিক সমিতি সভাপতি মোহাম্মদ জালাল আহমদ সহ সমিতির নেতৃবৃন্দরা এছাড়া ও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
স্মারকলিপি গ্রহনকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, জলদস্যু ও সন্ত্রাসী কার্যকলাকারী দেশ ও জাতির শক্রু তাই তাদেরকে প্রতিহত করা সকলের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, জলদস্যুদের দমন করতে র্যাব,কোষ্টগার্ড ও পুলিশ বাহিনীদেরকে অবগত করা হয়েছে।
Leave a Reply