বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০২:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় যুব গেমস ২০১৮ কারাতে ও জুডো খেলোয়ারদের স্বর্ণ পদক, বান্দরবান থেকে জাতীয় ফুটবল দলের খেলোয়ার এবং শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত প্রতিযোগীতায় তৃত্বীয় স্থান হওয়ায় বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে খেলোয়ার এবং শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার ৩রা মে সকাল ১১ ঘটিকার সময় বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে কৃতি খেলোয়ারদের সংবর্ধনা আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং সভাপতিত্ব করেন, বান্দরবান পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।
বাংলাদেশ জাতীয় যুব গেমস ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত কারাতে,জুডো ও বক্সিং খলায় মোট ১০টি পদক অর্জন করেছে সিংমং কারাতে প্রতিস্থান থেকে। কারাতে ইভেন্টে নুমে মারমা ১টি স্বর্ণপদক, খিংমাজ্য রাখাইন ১টি রৌপ্য, ঙেংলং ¤্রাে- ফুংরুই ¤্রাে ২টি তাম্্র, জুডো ইভেন্টে ক্য ক্য মারমা -তাহামিদা তাবাচ্ছুম তমা জেরিন ২টি স্বর্ণ, কমক্লাই ¤্রাে ১টি রৌপ্য, কাইংপ্রে ¤্রাে-হ্লাওয়াং প্রু মারমা ২টি তা¤্র এবং বক্সিং ইভেন্টে লিমা ত্রিপুরা ১টি স্বর্ণপদক । বান্দরবান থেকে জাতীয় দলের ফুটবল খেলোয়ার জাফর ইকবাল-সাইনমং মারমা এবং শুদ্ধস্বরে জাতীয় সংগীত ১০ জন শিক্ষার্থীরা তৃতীয় স্থান অর্জন করেন।
প্রধান অতিথি বান্দরবান জেলা পরিষদে চেয়রাম্যান ক্যশৈহ্লা বলেন, বান্দরবান থেকে ১০টি পদক পাওয়া কম কথা নয়। বান্দরবানে খেলোয়ারদের আমি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানায়, তারা বান্দরবানে সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে বান্দরবান থেকে আর্ন্তজাতিক মানের খেলোয়ার উঠে আসুক সেই প্রত্যাশ্যা করি।
সংবর্ধনায় সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, বান্দরবানে কৃত্বি খেলোয়াররা সত্যিই প্রশংসনীয়। খেলোয়ারদের কোচ (প্রশিক্ষক) যারা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলন। আশা করি ভবিষ্যতে বান্দরবান থেকে আর্ন্তজাতিক মানের খেলোয়ার পাবো।
আজকের সংবর্ধনায় কৃত্বি খেলোয়ারদের থেকে যারা পুলিশে যোগদান করতে ইচ্ছুক তাদেরকে সুযোগ দেয়া হবে
পুলিশ সুপার।
আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পৌরমেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদে সদস্য শফিকুল রহমান ,জেলা পরিষদে সদস্য ক্যসাপ্রু,টিংটিংম্যা, থোয়াই হ্লাপ্রু মারমা,¤্রাসা খেয়াং , বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু এবং অভিভাবকবৃন্দ।
Leave a Reply