বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক,
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করেছে রাজস্থান রয়্যালস। এবারের আসরে এখন পর্যন্ত এটিই দলীয় সর্বোচ্চ সংগ্রহ।
রবিবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের পক্ষে ৪৫ বল খেলে ৯২ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। এই রান করার পথে তিনি দুইটি চার ও দশটি ছক্কা হাঁকান। ২০ বল খেলে ৩৬ রান করেন অজিঙ্কা রাহানে। ১৪ বল খেলে ২৩ রান করেন জস বাটলার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে ক্রিস ওয়েকস ২টি ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নেন। রাজস্থান রয়্যালস এর আগে দুইটি ম্যাচ খেলে একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও এর আগে দুইটি ম্যাচ খেলে একটিতে জিতেছে ও একটিতে হেরেছে।
Leave a Reply