রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধির ৪১ (ক) ধারায় স্বীকৃতি রয়েছে। ১০৯টি মৌজা এবং ১০৯ জন হেডম্যান নিয়ে বান্দরবান বোমাং সার্কেল গঠিত। হেডম্যানরা মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা,ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায় ও সামাজিক বিচারে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছে। তা এখনো চলমান রয়েছে।
ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে মৌজা প্রধান হেডম্যানদের স্থায়ী নিয়োগ ও রাজস্বভ’ক্ত পদায়নের প্রস্তাবনার প্রতিবাদ এবং বাতিলের দাবিতে, আজ রোববার ২৪ শে জুন সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি মানবন্ধন অনুষ্ঠিত হয়। বান্দরবান বোমাং সার্কেলের হেডম্যান এসোসিয়েশন-এর উদ্যোগে এই মানবন্ধনটি পালন করা হয়। এতে সাত উপজেলা হেডম্যানরা অংশ গ্রহন করেন।
স্বারকলিপিতে উল্লেখ করেন, ২০১৭ সালে জেলা প্রশাসক সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে মৌজা প্রধান হেডম্যানদের রাজস্বভূক্ত করার দাবি জানিয়েছিল জেলা প্রশাসকরা। এছাড়া হেডম্যানদের বদলি এবং পদায়নের দাবিও করা হয়েছিল এ সম্মেলনে। যা পার্বত্য চুক্তির আলোকে প্রণীত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন ১৯৯৮ , তিন পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৯৮ এ স্বীবৃত আইনকে লংঘন করা হয়েছে এবং ১৯০০ সালের শাসনবিধির সাথে সামঞ্জস্যপূর্ন নয়। এসব সিদ্ধান্ত নেয়ারা আগে তিন পার্বত্য জেলা হেডম্যান এসোসিয়েশন সাথে কোন ধরনের সংলাপ বা আলোচনা করা হয়নি বলে উল্লেখ করেন।
মানববন্ধন কর্মসূচিতে হেডম্যানরা বলেন, প্রথাগত আইন পাশ কাটিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হলে পাহাড়ে ভূমি জটিলতা বাড়বে। সামাজিক আচার-অনুষ্ঠান এবং বিচার-ব্যবস্থায়ও বিশৃঙ্খলা বাড়বে। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের বরবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।
আরো বক্তব্য রাখেন হেডম্যান এসোসিয়েশন সভাপতি সাশৈপ্রু, সাধারণ সম্পাদক টিমংপ্রু এবং সাংগঠনিক সম্পাদক মংনু মারমা।
Leave a Reply