স্টাফ রিপোর্টারঃ
সম্প্রীতির বান্দরবানে সবাই একই পরিবারের মানুষ, বান্দরবান হোটেল রেস্টুরেন্ট এন্ড বেকারী সুইটমিট মালিক সমবায় সমিতির ভবন উদ্বোধন ও গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে একথা বলেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
আজ ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে রেস্তোরা মালিক সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বান্দরবান রেস্তোরা মালিক সমবায় সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এই সময় অনুষ্ঠানে আরও অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজা সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফর রহমান, পৌর মেয়র ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ রেস্টুরেন্টে মালিক সমিতির ব্যবসায়ী বৃন্দ।
মালিক সমিতির ভবন উদ্বোধন শেষে বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয় এবং হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে বান্দরবানের গরীব দুস্থ অসহায় মানুষের জন্য ৩০০টি কম্বল বিতরণ করা হয় ।
Leave a Reply