থানচি সংবাদদাতাঃ
বান্দরবানে থানচি উপজেলা বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে ১০ দফা দাবী আদায় ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান জেলা বিএনপি নেতা সাচিংপ্রুু (জেরী) আয়োজনে ১৬ জানুয়ারি সোমবার সকাল ১০ টার সময় থানচি বাজার মুল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুর হয়ে থানচি বাজারে এসে শেষ হয়।
থানচি উপজেলা বিএনপি’র সভাপতি খামলাই ম্রো;র সভাপতিত্বে ,সভাপতি ক্যসাউ মারমা, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জওয়াইপ্রু মারমা, সম্পাদক হাঁকুরাম ত্রিপুরাসহ নেতা কর্মীরা অংশ নেই।
অন্য দিকে সাবেক সাংসদ মাম্যাচিং গ্রুপের একাংশ থানচি বাস স্টেশন সংলগ্ন মুক্ত মঞ্চ প্রাঙ্গনের বিএনপি সাধারণ সম্পাদক নুচমং মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বলিপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি ম্যম্যাসিং মারমা, শান্তিজয় ত্রিপুরা, বাক্যমং মারমা,প্রুমূখ।
পৃথক পৃথক স্থানে প্রতিবাদ সভায অংশ নেন উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply