বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
সাতকানিয়া উপজেলা পদুয়াতে বেড়াতে গিয়েছিলেন বালাঘাটার এক নারী। গতকাল মঙ্গলবার বালাঘাটা শৈলশোভা নিজ বাড়িতে পৌঁছে শৈলশোভা সোসাইটিতে সে প্রকাশ্যে ঘুরছে এমন অভিযোগে তাকে হোম কোয়ারেন্টিইনে রাখা হয়। সেই সাথে বাড়িতে লাল পতাকা দেয়া হয়েছে বলে স্থনীয়দের সূত্রে জানা গেছে।
বালাঘাট ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আলী মুঠো ফোনে জানান, সাতকানিয়া পদুয়া গত ১১দিন ধরে তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল মঙ্গলবার তার বালাঘাটা শৈলশোভা নিজ বাড়িতে চলে আসে। অবাধে চলা ফেরা করায় স্থানীয়রা জানালে প্রশাসনের মাধ্যমে আজ বুধবার দুপুরে তাকে হোম কোয়ারেন্টিইনে রাখা হয় এবং বাড়িতে লাল পতাকা দেয়া হয়।
Leave a Reply