মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:৫৭ পূর্বাহ্ন
রিমন পালিত: স্টাফ রিপোর্টারঃ
১৩তম এশিয়া গেমস ২০১৯ কারাতে জুডো ও খো খো ইভেন্টে পদক বিজয়ীদেরকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
১৫ আগস্ট রবিবার বিকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা এর সভাপতিত্বে বান্দরবান শহরস্হ অরুণ সারকী টাউন হলে ১৩ তম এশিয়া গেমসের কারাতে এবং জুডো পদক বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম , পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, লেফটেন্যান্ট কর্নেল আখতারউস সামাদ রাফি বিএসপি, পিএসসি বান্দরবান জোন কমান্ডার, জাপানি কারাতে কোচ তেতসুরো কিতামুরা সহ আরো অনেকে।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, বিজয়ের মাসে দেশের ছেলেরা বিজয় নিয়ে এসেছে। বাংলাদেশের ছেলে মেয়েদের এই সাফল্যে আমরা সবাই গর্বিত। আমরা আশা করছি ভবিষ্যতেও এশিয়া গেমসসহ আন্তজার্তিক বিভিন্ন খেলায় বাংলাদেশ আরো ভালো কিছু অর্জন করবে ।
অনুষ্ঠানে অতিথিরা ১৩ তম এশিয়া গেমসের কারাতে এবং জুডো পদক বিজয়ীদের ১৮ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের মধ্যে ৩ জন স্বর্ণ বিজয়ীদের এক লক্ষ টাকা , ৩ জন রৌপ্য বিজয়ীদের এিশ হাজার টাকা এবং ১২ জন ব্রোঞ্জ বিজয়ীদের ২০ হাজার টাকা প্রদান করা হয়।
Leave a Reply