মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
সাগরে মাছ ধরতে গিয়ে ১৭জন মাঝিমাল্লা নিয়ে নিখোঁজ হয় ফিশিং ট্রলারটি। তার ১৫ দিন পর সাগর থেকে জীবিত ফিরে আসেন রফিক। আরো ১৬ জন জেলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় কুলে ফিরে আসেন রফিক কুতুবজোম পূর্ব পাড়ার মমতাজ মাঝির পুত্র । সন্ধান দিলেন এফবি ওহাব নামের ফিশিং ট্রলারে নিখোঁজ থাকা ১৭জন।
জীবিত ফিরে আসা রফিক জানায়,মহেশখালী পৌরসভার সাবেক কমিশনার রশিদ বহদ্দারের মালিকানাধীন এফবি ওহাব নামের ফিশিং ট্রলারের করে আমরা ১৭জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সাগরে বাতাসের কবলে পড়লে ফিশিং ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে পরে, আমরা আর কুলে ফিরে আসতে পারিনি।
নিখোঁজ জেলেদের পরিবাররা বলেন, নিখোঁজ জেলেদের সন্ধান চেয়ে বোট মালিকের নিকট দাবী জানালেও এখনো কোন সন্ধানের জন্য ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন নিখোজ জেলেদের পরিবার।
নিখোঁজ জেলে পরিবারকে দেখতে যাওয়া কথা দিয়েছে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে ধৈয্য ধারনের আহবান জানান।
Leave a Reply