শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
শেখ মোঃ ইমতিয়াজ কামাল ইমন, রাঙ্গামাটিঃ
দীর্ঘ ১৯ মাস পর বন্ধ হয়ে যাওয়া রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ড সংস্কারের পর পুনরায় চালু করা হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ।
আজ সোমবার সকালে ফিতা কেটে এই ওয়ার্ডের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে পরিষদ চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী সহ সিনিয়র ডাক্তার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন কালে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার রোগীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। রোগীরা যাতে সরকারের সুযোগ সুবিধা পায় তার জন্য রাঙ্গামাটি জেলা পরিষদ, সমাজ সেবা রোগী কল্যাণ সমিতি, হাসপাতালে রোগীদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এই সেবাগুলো যাতে রোগীদেরা বুঝে নেয়, তিনি সেই অনুরোধ জানান।
উল্লেখ্য, ১৯৮৩ সালে ৫০ শয্যা দিয়ে নতুন ভবন চালু করা হয়। পরবর্তী সময়ে ১৯৮৪ সালে ১০০ শয্যায় উন্নীত হওয়ার পর ২০১৭ সালে ভবনের কিছু অংশ ফাটল দেখা দেয়ায় তাৎক্ষনিক রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। সম্প্রতি বুয়েটের একটি বিশেষজ্ঞ টিমের মতামত অনুযায়ী রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডটি রাঙ্গামাটি জেলা পরিষদ কর্তৃক সংস্কার করার পর পুনরায় চালু করা হয়।
Leave a Reply