বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক,
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। দলের পক্ষে ক্রিস গেইল ৩৩ বল খেলে করেছেন ৬৩ রান।
গেইল আইপিএলে এবারের আসরে আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। এর আগে কিংস ইলেভেন পাঞ্জাব দুইটি ম্যাচ খেললেও একাদশে ছিলেন না ক্রিস গেইল। আজ ক্রিস গেইল ছাড়া অন্য ব্যাটসম্যানরাও ভালো করেছেন। লোকেশ রাহুল ২২ বল খেলে করেছেন ৩৭ রান।
১৯ বল খেলে ৩০ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল। ১৩ বল খেলে ২০ রান করেন যুবরাজ সিং। ১৭ বল খেলে ২৯ রান করেন করুন নায়ার। ১১ বল খেলে ১৪ রান করেন অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিন। চেন্নাই সুপার কিংসের পক্ষে হরভজন সিং ১টি, শারদুল ঠাকুর ২টি, ইমরান তাহির ২টি, শেন ওয়াটসন ১টি ও ডোয়াইন ব্রাভো ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
কিংস ইলেভেন পাঞ্জাব ইনিংস: ১৯৭/৭ (২০ ওভার)
(লোকেশ রাহুল ৩৭, ক্রিস গেইল ৬৩, মায়াঙ্ক আগারওয়াল ৩০, যুবরাজ সিং ২০, অ্যারোন ফিঞ্চ ০, করুন নায়ার ২৯, রবীচন্দ্রন অশ্বিন ১৪, অ্যান্ড্রু টাই ৩*, বারিন্দের স্রান ০*; দীপক চাহার ০/৩৭, হরভজন সিং ১/৪১, শারদুল ঠাকুর ২/৩৩, ইমরান তাহির ২/৩৪, শেন ওয়াটসন ১/১৫, ডোয়াইন ব্রাভো ১/৩৭)।
Leave a Reply