রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসকের উদ্যেগে ৪,৫ ও ৬ অক্টোবর তিনদিন ব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। এবার উন্নয়ন মেলায় সরকারী দপ্তর,এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮৪ টি স্টল রয়েছে।
আজ ৪ অক্টোবর বৃহস্পটিবার সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে বান্দরবান শহর প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। সরকারী বেসরকারী দপ্তর,এসজিও এবং ছাত্র-ছাত্রীরা এই র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালী শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন, মোস্তফা কামাল উদ্দিন সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রাণালয় এবং সভায় সভাপতিত্ব করেন, মোহাম্মদ দাউদুল ইসলাম বান্দরবান জেলা প্রশাসক।
উন্নয়ন মেলায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম ও ইতোমধ্যে অর্জিত সাফল্য দেশের আপামর জনগণের সামনে তুলে ধরাসহ রুপকল্প ২০২১ ও রুপকল্প ২০৪১ অনুযায়ী যথাক্রমে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে ৪র্থ বারের মত উন্নয়ন মেলা আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য ১০টি ব্র্যান্ডিং, প্রধানমন্ত্রী কর্তৃক অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি সাফল্য যে পুরস্কার পেয়েছে এটি বাংলাদেশ জনগনের সাফল্য ।
এই তিন দিন ব্যাপী সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশা পাশি মেলার চত্বরে ফ্রি ওয়াই ফাই এর ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply